চুড়ামনকাটিতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

আরো পড়ুন

যশোর-ঝিনাইদহ সড়কের চুড়ামনকাটি ব্র্যাক কার্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় ইব্রাহীম হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ইব্রাহীম ছিলেন চুড়ামনকাটি ইউনিয়নের গোবিলা গ্রামের মফিজুর রহমানের ছেলে এবং কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে ইব্রাহীম তার বন্ধু ইয়াসিনের সাথে মোটরসাইকেলে করে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। চুড়ামনকাটি ব্র্যাক কার্যালয়ের সামনে পৌঁছালে তারা মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যান। এতে ইব্রাহীম ও ইয়াসিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন। ইয়াসিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ