নড়াইলের লোহাগড়া উপজেলার দেবী গ্রামে বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় স্বামীর হাতে নিহত হন ১৮ বছর বয়সী আফসানা। এই ঘটনায় অভিযুক্ত তার স্বামী বাহারুলকে দুই বছর পর আটক করেছে যশোর পিবিআই। রোববার ভোরে বাঘারপাড়া উপজেলার আন্দোলপোতা গ্রামে আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাহারুল লোহাগড়া উপজেলার দেবী গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে।
যশোর পিবিআই’র পুলিশ সুপার রেশমা শারমিন জানান, প্রেমের সূত্রে গত ২২ আগস্ট লোহাগড়া উপজেলার গুলটিয়া গ্রামের কুবাদ মোল্লার মেয়ে আফসানার সাথে বাহারুলের বিয়ে হয়। বিয়ের ১৫ দিনের মাথায় ৫ সেপ্টেম্বর আফসানার শয়নকক্ষে তার মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্তে শ্বাসরোধে হত্যার প্রমাণ মিললে পিবিআই তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে, ঘটনার দিন বাহারুল শ্বাসরোধে আফসানাকে হত্যা করেন এবং আত্মহত্যার প্রচারণা চালিয়ে পরিবারসহ পালিয়ে যান।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে আন্দোলপোতা গ্রামে অভিযান চালিয়ে বাহারুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাহারুল স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। পরে নড়াইল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জাগো/মেহেদী

