নরসিংদীর শিবপুরে একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জন নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২:৪৫ মিনিটের দিকে ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার পঁচারবাড়ী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি, পুলিশ পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, মনোহরদী থেকে যাত্রীবাহী অটোরিকশাটি শিবপুরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ ছয়জন নিহত হন।
জাগো/মেহেদী

