আগুনে ৪ জনের মৃত্যু, সন্তানকে নিয়ে লাফ দিয়ে বাঁচলেন মা

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরের দক্ষিণ-পশ্চিমে একটি বাড়িতে ভয়াবহ আগুনে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরের আগে এ দুর্ঘটনা ঘটে। জীবন বাঁচাতে একজন মা তার শিশুকে নিয়ে তৃতীয় তলার জানালা থেকে লাফ দেন। তাদের উদ্ধার করে দ্রুত লাস ভেগাসের ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয় এবং তারা প্রাণে বেঁচে যান।

ক্লার্ক কাউন্টি ফায়ার চিফ জন স্টেইনবেক জানান, ভোর ৪টার কিছু পর দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং দেখতে পান, বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলার প্রতিটি জানালা দিয়ে প্রচণ্ড আগুনের শিখা বের হচ্ছে। সামনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তারা পিছু হটতে বাধ্য হন। আগুনে দ্বিতীয় ও তৃতীয় তলা এবং ছাদ ধসে পড়ে। আগুনের কারণ এখনও জানা যায়নি, তবে তদন্ত চলছে

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ