পাহাড়ে এবার জুম চাষে বাম্পার ফলন হয়েছে, আর জুমিয়ারা ফসল তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সবুজ পাহাড়ে ধান ও বিভিন্ন মিশ্র ফসল পরিপক্ক হয়ে উঠেছে। পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা ধান কাটার উৎসবে মাতিয়ে তুলেছে পাহাড়। ঐতিহ্যবাহী গান গেয়ে তারা জুমের ফসল তোলার কাজ উপভোগ করছে, যা তাদের ঐতিহ্যবাহী নবায়ন্ন উৎসবের অংশ।
স্থানীয় জুমচাষী রিতা চাকমা জানালেন, ধান ছাড়াও এবার জুমে মারফা, বেগুন, মিষ্টি কুমড়া, ঢেঁড়শ, কলাসহ প্রায় ৩৩ প্রজাতির ফসল উৎপাদিত হয়েছে। যদিও বন্যা এবং পাহাড় ধসের কারণে কিছু ফসল নষ্ট হয়ে গেছে।
রাঙামাটি জেলার কৃষি বিভাগ জানায়, এ বছর ৫,১০০ হেক্টর জমিতে জুম চাষ হয়েছে। অতিবৃষ্টি এবং পাহাড় ধসে ১,৭০০ হেক্টর জমির ফসল নষ্ট হলেও মোট ফলন ভালো হওয়ায় জুমচাষীরা ক্ষতি কাটিয়ে উঠতে পারবে।

