নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মেহেরাজ হোসেন ওরফে জিসান নামে সাত বছরের এক শিশুকে অপহরণ ও হত্যার ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিরা হলেন আবদুর রহিম ওরফে রনি (২১) এবং মো. সালমান হোসেন শিবলু (২২)। একইসঙ্গে তাদের ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই রায় বুধবার (২৩ অক্টোবর) নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম ঘোষণা করেন।
২০১৯ সালের ২১ মার্চ রনি ও শিবলু, জিসানকে অপহরণ করে হত্যা করে। তারা প্রথমে মাদ্রাসা থেকে ফেরার পথে শিশুটিকে তার মায়ের অসুস্থতার কথা বলে অপহরণ করে। পরে, নোয়ান্নই ইউনিয়নের শাহাদাতপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে এবং মুক্তিপণ দাবি করে। পুলিশ দুদিন পর শিশুটির মরদেহ উদ্ধার করে এবং অপরাধীদের গ্রেপ্তার করে।

