ইসরায়েল হামলা চালালে ‘পুরো দায়’ নিতে হবে যুক্তরাষ্ট্রকে : ইরান

আরো পড়ুন

ইরান সতর্ক করেছে যে, যদি ইসরায়েল ইরানে হামলা চালায়, তবে এর পুরো দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে। এই হুঁশিয়ারি আসে ইরানের পক্ষ থেকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ইরানের ওপর হামলার সম্ভাবনা নিয়ে দেওয়া এক মন্তব্যের পর। ইরানের জাতিসংঘে রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি এক চিঠিতে বাইডেনের বক্তব্যকে ‘গভীর উদ্বেগজনক ও উসকানিমূলক’ হিসেবে বর্ণনা করেন।

ইরানের এই বার্তা এমন সময় এসেছে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে, বিশেষ করে ১ অক্টোবর ইরানের ইসরায়েলে চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে। ইরাভানি জানান, ইসরায়েলের যে কোনো সামরিক আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী থাকতে হবে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে।

ইরানের এই হুঁশিয়ারি ইঙ্গিত দেয় যে, অঞ্চলটিতে চলমান রাজনৈতিক এবং সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে।

আরো পড়ুন

সর্বশেষ