রোনালদোর আল নাসরের জয়্ওরোনালদোর আল নাসরের জয়

আরো পড়ুন

আল-নাসর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে। মঙ্গলবার রাতে দুবাইয়ের আল-রাশিদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক স্টিগলালকে ১-০ গোলে হারায় তারা। যদিও দলের তারকা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো গোল করতে পারেননি, তবে ম্যাচের একমাত্র গোলের ক্ষেত্রে তার পরোক্ষ অবদান ছিল।

৮১তম মিনিটে কর্নার থেকে নেওয়া রোনালদোর হেড গোলরক্ষক লাফিয়ে ফিরিয়ে দিলেও, ফিরতি বল পেয়ে হেডে গোল করেন আইমারিক লাপোর্তে।

ম্যাচে আল-নাসর ৬৫ শতাংশ বলের দখল রাখে এবং ১৮টি শট নেয়, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে স্টিগলাল মাত্র ৭টি শট নেয়, যার মধ্যে ১টি লক্ষ্যে ছিল।

৩ রাউন্ড শেষে আল-নাসর ২ জয় ও ১ ড্র নিয়ে ৭ পয়েন্ট সংগ্রহ করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে নেইমার জুনিয়রের আল-হিলাল।

আরো পড়ুন

সর্বশেষ