বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে: হাসনাত আবদুল্লাহ

আরো পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ঘোষণা করেছেন যে, এই সপ্তাহের মধ্যে অর্থাৎ বুধ বা বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করা হবে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে বঙ্গভবনের সামনে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী বুধ বা বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে এবং পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সব রাজনৈতিক দলের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও সতর্ক করেন, রাষ্ট্রপতি নির্ধারণ না করে সাহাবুদ্দিনকে অপসারণ করলে পার্শ্ববর্তী দেশগুলো হস্তক্ষেপ করার সুযোগ পেতে পারে। তাই রাজনৈতিক দলগুলোর পরামর্শেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে।

তিনি জানান, এর আগে রাত পৌনে ১০টার দিকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়, যেখানে পুলিশকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয় এবং পুলিশের একটি গাড়িতে হামলার ফলে দুই পুলিশ সদস্য আহত হন। পরে আন্দোলনকারীরা পুলিশের ফেলে যাওয়া অস্ত্র সেনাবাহিনীর কাছে জমা দেন। রাত সাড়ে ১০টার দিকে কয়েকশ মানুষ বঙ্গভবনের সামনে জড়ো হয়ে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

আন্দোলনকারীদের উদ্দেশে হাসনাত বলেন, প্রতিবেশী দেশগুলো ইতোমধ্যেই এই আন্দোলনকে ঘিরে ষড়যন্ত্র শুরু করেছে, কিন্তু আন্দোলনকারীরা তাদের কোনো সুযোগ দেবেন না।

আরো পড়ুন

সর্বশেষ