৬ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

আরো পড়ুন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টে প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নেমে চাপে পড়েছে বাংলাদেশ। প্রথম লাঞ্চ বিরতির আগেই বাংলাদেশ ৬ উইকেটে মাত্র ৬০ রান সংগ্রহ করেছে। মাহমুদুল হাসান জয় ১৬ রানে অপরাজিত আছেন।

দক্ষিণ আফ্রিকার পেসার উইয়ান মুল্ডার বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ভাঙন ধরিয়েছেন, তিনি ৩টি উইকেট তুলে নিয়েছেন। তার শিকারে আছেন মমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় শুরু হয় ইনিংসের দ্বিতীয় ওভারে, যখন সাদমান ইসলাম বিনা রানে মুল্ডারের বলে আউট হন। এরপর মমিনুল ও শান্তও দ্রুত ফিরে যান, ফলে মাত্র ২১ রানের মধ্যেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।

দলের ইনিংস মেরামতের দায়িত্ব ছিল মুশফিকুর রহিমের ওপর, কিন্তু তিনিও ১১ রানে কাগিসো রাবাদার দুর্দান্ত ডেলিভারিতে আউট হয়ে যান। লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজও বড় অবদান রাখতে পারেননি। মিরাজকে আউট করেন স্পিনার কেশব মহারাজ।

দলের খেলা পরিবর্তনে সাকিব আল হাসান, জাকির হাসান এবং খালেদ আহমেদের পরিবর্তে মাঠে নেমেছেন মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক এবং নাইম হাসান। উল্লেখযোগ্য যে, এখন পর্যন্ত ১৪ বার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেললেও বাংলাদেশ একবারও জয় পায়নি।

আরো পড়ুন

সর্বশেষ