শরীর পুড়েছে, পা হারিয়েছেন—স্বপ্ন পূরণে হার মানেননি তানজিলা

আরো পড়ুন

তানজিলা আক্তারের জীবন গল্পটি সাহস ও দৃঢ়তার প্রতীক। ২১ বছর বয়সী তানজিলা ১০ বছর আগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন এবং ডান পা হারান। তবে এত প্রতিকূলতার মধ্যেও তিনি হাল ছাড়েননি। ক্রাচে ভর দিয়ে চলতে হয় তাকে, কিন্তু পড়াশোনা চালিয়ে যান এবং এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

তানজিলা গুলশান কমার্স কলেজ থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৪ পেয়েছেন, যদিও অর্থসংকটে পড়াশোনা চালাতে তার অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। তিনি ধার করে ফরম পূরণ করেছিলেন এবং এখনো কলেজে বকেয়া টাকার জন্য সনদ তুলতে পারছেন না।

দুর্যোগেও তিনি থেমে যাননি। গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। ফুটবল খেলার মাধ্যমে তার আত্মবিশ্বাস বেড়েছে। তিনি নারী অ্যাম্পুটি ফুটবলার হিসেবে আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিয়েছেন এবং এই খেলা তার মানসিক শক্তি বাড়িয়েছে।

তানজিলা বিশ্বাস করেন, পড়ালেখা চালিয়ে গেলে তিনি মর্যাদাপূর্ণ জীবন পাবেন। আগুনে শরীর পুড়লেও, তার স্বপ্ন পূরণে হার মানেননি।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ