গীতিকার ও গায়ক মনি কিশোর, যিনি নব্বই দশকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন তাঁর গাওয়া ‘কী ছিলে আমার’ গানের মাধ্যমে, সম্প্রতি চিরবিদায় নিয়েছেন। দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে থাকা এই শিল্পী শেষ পর্যন্ত একাকী জীবন যাপন করছিলেন। তাঁর মৃত্যুর পর মরদেহ কীভাবে সংরক্ষণ করতে হবে, তা আগে থেকেই একমাত্র মেয়ে নিন্তিকে জানিয়ে রেখেছিলেন।
মনি কিশোর, যাঁর প্রকৃত নাম ছিল অরুণ কুমার মণ্ডল, বিয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তাঁর ভাই অশোক কুমার মণ্ডল জানিয়েছেন, মনি কিশোর নিজের দাফনের ব্যাপারে নিন্তিকে বলে গিয়েছিলেন, এবং সেই অনুযায়ী তাঁর দাফন করা হবে। মরদেহ আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে, এবং দাফনের স্থান নির্ধারণ করবে সংস্থাটি। তাঁর মেয়ে শুধু বলেছেন, যেখানে কবর দেওয়া হবে, সেখানে যেন একটি চিহ্ন রাখা হয়।
মনি কিশোর তাঁর সংগীত জীবনে পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন, তবে তাঁর অধিকাংশ জনপ্রিয় গান অডিও মাধ্যমেই সীমাবদ্ধ ছিল।

