মিরপুরে সাকিব আল হাসানের ভক্তদের ওপর একদল লোকের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, সাকিব ভক্তরা শের-ই বাংলা স্টেডিয়ামের সামনে শান্তিপূর্ণ আন্দোলনের জন্য জড়ো হন। তাদের মূল দাবি ছিল, সাকিবকে তাঁর শেষ টেস্ট ম্যাচটি দেশের মাটিতে খেলার সুযোগ দেওয়া।
প্রথমে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের স্টেডিয়ামের মূল গেটের দিকে যেতে বাধা দেন, ফলে তারা এক নম্বর গেইটের কাছে অবস্থান নেন। স্লোগান দিতে থাকেন এবং বিসিবির কাছে আগে দেওয়া চার দফা দাবির বিষয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেন। তবে কিছুক্ষণ পরেই একদল হামলাকারী লাঠি ও বাঁশ নিয়ে ভক্তদের ওপর চড়াও হয়। হামলায় ভক্তরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রতিহত করে ধাওয়া দেয়।
এই ঘটনার সময় উপস্থিত থাকা ভক্ত মাহফুজা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছিলাম, কিন্তু আমাদের ওপর হঠাৎ হামলা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী আমাদের রক্ষা না করে উল্টো ধাওয়া দেয়।” পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

