ঢাকা বোর্ডের ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভ, ‘হামলায়’ আহত কয়েকজন

আরো পড়ুন

আজ রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভেতরে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা দাবি করছেন, বৈষম্যহীন এইচএসসি-সমমানের ফলাফলের দাবিতে বিক্ষোভ চলাকালে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের ওপর হামলা চালায়, যাতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

বিক্ষোভের সূত্রপাত হয় ১৫ অক্টোবর প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলের বিরুদ্ধে, যেখানে শিক্ষার্থীরা ফলাফলকে বৈষম্যমূলক বলে উল্লেখ করেছেন এবং সব বিষয়ের ওপর ‘ম্যাপিং’ করে পুনরায় ফলাফল প্রকাশের দাবি জানাচ্ছেন।

আজ বেলা সাড়ে ১২টার দিকে ‘এইচএসসি ব্যাচ ২০২৪’-এর ব্যানারে একদল শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে বোর্ডের উদ্দেশ্যে রওনা দেয় এবং বোর্ডের ফটকের সামনে পৌঁছায়। এক পর্যায়ে তাঁরা বোর্ডের ভেতরে ঢুকে বিক্ষোভ করতে থাকেন।

বোর্ডের কর্মকর্তারা দাবি করেন, শিক্ষার্থীরা ভেতরে ঢুকে ভাঙচুর চালিয়েছে, এমনকি বোর্ডের চেয়ারম্যানের কক্ষে ভাঙচুর করেছে। এদিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে উৎসাহিত করছেন।

চকবাজার থানার ওসি রেজাউল হোসেন জানান, ফলাফলে বৈষম্যের অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে এবং তাঁদের সঙ্গে বোঝাপড়ার চেষ্টা চলছে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ