দীর্ঘ ১৯ বছর পর যশোরে জামায়াতের সদস্য সম্মেলন

আরো পড়ুন

দীর্ঘ ১৯ বছর পর যশোরে জামায়াতে ইসলামী জেলা শাখার সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন যশোর শহর সাংগঠনিক জেলার আমির অধ্যাপক গোলাম রসুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, গত ৫ আগস্টের পর জামায়াত নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করেছে এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার ঘটনার প্রসঙ্গ তুলে ধরে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন এবং দাবি করেন, জামায়াতের ১১ জন নেতাকে জুডিসিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে।

এছাড়া, তিনি বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দেশ গঠনের পরিকল্পনা নিয়ে ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছেন এবং শহীদ ও আহতদের আর্থিক সহযোগিতাসহ বন্যাদুর্গতদের সাহায্য করেছেন। এ কারণে, দেশের মানুষ এখন জামায়াতের নেতৃত্ব নিয়ে স্বপ্ন দেখছে। রুকনদের দায়িত্ব নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ডক্টর আলমগীর বিশ্বাস, এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা আমির অ্যাড. আতাউর রহমান বাচ্চু, মাগুরা জেলা আমির অধ্যাপক এমবি বাকের, যশোর পশ্চিম জেলা আমির মাওলানা হাবিবুর রহমান ও পূর্ব জেলার ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল আজিজ।

প্রথম অধিবেশন শেষে জেলা আমির নির্বাচনে রুকনদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে ২,১৯৫ জন রুকন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আরো পড়ুন

সর্বশেষ