মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে সাত দিনব্যাপী মধুমেলার আয়োজন করা হয়েছে। আগামি বছর ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩০ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। গত বছর মেলা নয় দিনব্যাপী হলেও এবার তা দুই দিন কমিয়ে সাত দিনে সীমাবদ্ধ রাখা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মেলার আয়োজন করা হবে।

