মহাকবির ২০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাগরদাঁড়িতে ৭ দিনব্যাপী মধুমেলা

আরো পড়ুন

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে সাত দিনব্যাপী মধুমেলার আয়োজন করা হয়েছে। আগামি বছর ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩০ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। গত বছর মেলা নয় দিনব্যাপী হলেও এবার তা দুই দিন কমিয়ে সাত দিনে সীমাবদ্ধ রাখা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মেলার আয়োজন করা হবে।

শনিবার যশোর জেলা প্রশাসনের অমিত্রাক্ষর সভাকক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এবং সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান। মেলায় কোনো ধরনের অশ্লীল পুতুল নাচ, অপসংস্কৃতির অনুষ্ঠান, ভ্যারাইটি শো, জুয়া, লটারি বা হাউজি খেলার আয়োজন না করার সিদ্ধান্তও সভায় নেয়া হয়েছে।

এ মেলার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, এটি দেশের অন্যতম বড় মেলা, যা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয়। তারা সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে মেলার উদ্বোধক হিসেবে আমন্ত্রণ জানানোর পরামর্শ দেন। পাশাপাশি, বক্তারা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে যশোরে একটি সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপনের দীর্ঘদিনের দাবি পুনরায় সরকারের কাছে উপস্থাপনের আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বশেষ