নোয়াখালীতে ১২ মামলার আসামি ফয়সাল এখনও ধরা ছোঁয়ার বাইরে

আরো পড়ুন

নোয়াখালীর সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মো. ফয়সাল ভূঁইয়ার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের ব্যবসাসহ নানা অপরাধে ১২টি মামলা থাকা সত্ত্বেও তিনি এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছেন। ফয়সাল, যিনি দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলে অভিযোগ, ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছেন।

গত ৭ অক্টোবর, মতিউর রহমান সাজ্জাদ নামের এক ভুক্তভোগী ফয়সালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ফয়সাল ১৫-১৬ বছর ধরে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকাবাসীকে জিম্মি করে রেখেছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের বেশ কয়েকটি মামলা থাকলেও তিনি এখনো গ্রেপ্তার হননি।

স্থানীয়দের মতে, ফয়সাল ও তার ক্যাডারদের কারণে বিগত তিনটি জাতীয় নির্বাচনসহ অন্যান্য নির্বাচনে এলাকার মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সুধারাম মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী প্রতিনিধি

আরো পড়ুন

সর্বশেষ