অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন যে অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ হিসেবে মনে করে না। তিনি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় ফ্যাসিস্ট কায়দায় মানুষের ভোটাধিকার হরণ করেছে এবং গুম-খুন ও গণহত্যা চালিয়েছে, তাই তাদের দ্বারা বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করা এবং কিছু দিবসকে জাতীয় দিবস হিসেবে পালন করা নতুন বাংলাদেশের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
তিনি আরও উল্লেখ করেছেন, বাংলাদেশকে নতুনভাবে গঠন করার জন্য ইতিহাসের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি আনতে হবে। নাহিদ ইসলামের মতে, এই অঞ্চলের স্বাধীনতার সংগ্রামে বহু মানুষের অবদান রয়েছে এবং ইতিহাস শুধুমাত্র ১৯৫২ সাল থেকে শুরু হয়নি। তিনি ব্রিটিশবিরোধী সংগ্রাম, ১৯৪৭ ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ ও ২০২৪ সালের আন্দোলনকেও বাংলাদেশের ইতিহাসের অংশ হিসেবে তুলে ধরেন।
নাহিদ ইসলাম ৮টি জাতীয় দিবস বাতিল করার সিদ্ধান্ত সম্পর্কে বলেন, আওয়ামী লীগ তাদের বিভিন্ন দিবস জাতীয় দিবস হিসেবে চাপিয়ে দিয়েছিল, যা এখন আর থাকবে না। ৭ মার্চকে গুরুত্বপূর্ণ উল্লেখ করলেও তিনি বলেন এটি জাতীয় দিবস হওয়ার মতো নয়।
জাগো/মেহেদী

