জাতীয় পার্টি (জাপা) এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চলমান সংলাপে আমন্ত্রণ পায়নি। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, জাপার বিরুদ্ধাচারণে ছাত্রনেতৃত্বের আপত্তির কারণে দলটিকে আজকের সংলাপে ডাকা হয়নি।
জাপার মহাসচিব মুজিবুল হক এ বিষয়ে মন্তব্য করেছেন যে, হয়তো সরকার জাতীয় পার্টির মতামত নেওয়ার প্রয়োজন মনে করেনি, তাই তাদের ডাকা হয়নি। তিনি আরও বলেন, “এ নিয়ে আমাদের কিছু বলার নেই।”
আজকের সংলাপে গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোটসহ আরও কয়েকটি রাজনৈতিক দল অংশ নেবে। তবে জাতীয় পার্টি, যা শেখ হাসিনার সরকারের সময় মিত্র হিসেবে পরিচিত ছিল, এবার এই আলোচনায় জায়গা পায়নি।
সরকারি সূত্রগুলো বলছে, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর হিসেবে বিবেচিত হওয়ায় অভ্যুত্থানেরছাত্রনেতৃত্ব দলটির বিরুদ্ধে আপত্তি তোলে। সেই কারণেই জাপাকে সংলাপ থেকে বাদ দেওয়া হয়েছে।
জাতীয় পার্টির অতীত, বিশেষত আওয়ামী লীগের সঙ্গে মিত্রতা, এখন তাদের জন্য রাজনৈতিকভাবে নতুন করে প্রশ্নের সম্মুখীন হয়েছে, যা সংলাপে তাদের অংশগ্রহণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

