যশোর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা তাদের ১৩ জন সহকর্মীর বাধ্যতামূলক অবসর এবং বিভিন্ন আন্দোলন সমন্বয়কারীদের চাকরি থেকে অব্যাহতির প্রতিবাদে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় যশোর শহরতলীর তপসিডাঙ্গা সদর দপ্তরে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের তৈরি করা নৈরাজ্যের প্রেক্ষাপটে বিদ্যুৎ বিভাগের কিছু কর্মকর্তা আবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। তারা এই কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান এবং পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে জড়িত অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।
বক্তারা আরও দাবি করেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সার্ভিস কোডে অন্তর্ভুক্ত করা এবং ১৩ জনের বাধ্যতামূলক অবসর বাতিল করতে হবে। পাশাপাশি, হামলা ও মামলার শিকার হওয়া কর্মকর্তাদের ন্যায্য অধিকার পুনরুদ্ধারেরও দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জুনিয়র প্রকৌশলী শাহানুর রহমান, ফাইজুল ইসলাম, এজিএম (এমএস) এনামুল হক এবং লাইনম্যান রাকিবুল।

