চলতি বছর একদিনে ডেঙ্গুতে সর্বো‌চ্চ মৃত্যু

আরো পড়ুন

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯ জন মারা গেছেন, যা এ বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যু। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১৫ জন নতুন রোগী। এদের মধ্যে ৬২.৮ শতাংশ পুরুষ এবং ৩৭.২ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগের হাসপাতালে এই রোগীরা ভর্তি হন। সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে।

এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৪১,৮১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু সংখ্যা ২১০ জনে পৌঁছেছে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ