ফ্রিজ বিস্ফোরিত হয়ে ব্যাংকে আগুন সাতক্ষীরায়

আরো পড়ুন

সাতক্ষীরায় এসবিএসি ব্যাংকের ভবনে ফ্রিজ বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার রাত ১০টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকায় ব্যাংকটির ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইফুজ্জামান জানিয়েছেন, ব্যাংকের ভেতরে থাকা একটি ফ্রিজ বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্যাংকের ভল্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র অক্ষত রয়েছে। ব্যাংকের ম্যানেজার জিএম আব্দুল কাদের জানিয়েছেন, সিকিউরিটি গার্ডদের মাধ্যমে আগুনের খবর পান এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে যোগাযোগ করেন।

আরো পড়ুন

সর্বশেষ