৫ দিনব্যাপী দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে। রোববার সন্ধ্যা ৭টা থেকে যশোর শহরের লালদীঘিতে প্রতিমা বিসর্জন শুরু হয়, যেখানে হাজারো মানুষের ঢল নামে। যশোর পৌরসভার তত্ত্বাবধানে শহরের ৪৯টি মণ্ডপের প্রতিমা লালদীঘিতে বিসর্জন দেওয়া হয়। বিসর্জন উপলক্ষে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, যেখানে পুলিশ, র্যাব, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
যশোর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ, এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা কামাল। এছাড়াও বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে অংশ নেন।
বিকেল থেকেই মন্দির-মণ্ডপে ঢাক-ঢোল বাজিয়ে ভক্তরা দেবীদুর্গাকে বিদায় জানান। লালদীঘি ছাড়াও জেলার বিভিন্ন নদী ও পুকুরেও প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

