হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন ২৩ অক্টোবরেই শেষ করতে হবে

আরো পড়ুন

আগামী হজ পালন করতে ইচ্ছুকদের জন্য প্রাথমিক নিবন্ধনের শেষ তারিখ ২৩ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে এ বিষয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে ২৩ অক্টোবর থেকে মিনা ও আরাফাতের ময়দানে তাঁবু বরাদ্দ এবং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি কার্যক্রম শুরু হবে।

তাঁবু বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে ‘আগে এলে আগে পাবেন’ নীতি অনুসরণ করা হয়, তাই প্রাথমিক নিবন্ধন শেষ না করলে হজযাত্রীদের সুবিধাজনক স্থানে তাঁবু পাওয়ার সম্ভাবনা কমে যাবে। তাঁবু বরাদ্দে দেরি হলে হজযাত্রীদের জামারাহ থেকে দূরে পাহাড়ি এলাকা বা নিউ মিনাতে অবস্থান করতে হতে পারে, যা অতিরিক্ত পথ হাঁটতে বাধ্য করবে এবং তাদের জন্য কষ্টকর হতে পারে।

এজন্য ধর্ম মন্ত্রণালয় হজযাত্রীদের ২৩ অক্টোবরের মধ্যে তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন শেষ করার জন্য অনুরোধ জানিয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ