মাঝ আকাশে একজন যাত্রীর জীবন রক্ষা করতে সক্ষম হয়েছেন চিকিৎসক দম্পতি ডা. এম এম শামিম ও ডা. নাজনিন পারভিন। বেঙ্গালুরু থেকে কলকাতাগামী ইন্ডিগোর ফ্লাইটে (৬ই ৫০৩) শনিবার সকালে ওই যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রক্তবমি ও শ্বাসকষ্টের সঙ্গে তার অক্সিজেন লেভেল দ্রুত কমতে থাকে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে বিমানের কর্মীরা ডাক্তারের সাহায্যের জন্য আহ্বান জানান।
ডা. শামিম, যিনি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক এবং তার স্ত্রী ডা. নাজনিন, দুজনেই সাড়া দিয়ে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করেন। আরও একজন সার্জন যাত্রীও তাদের সহায়তায় যোগ দেন। অক্সিজেন, স্যালাইন এবং প্রয়োজনীয় অন্যান্য চিকিৎসা দিয়ে তারা যাত্রীর জীবন রক্ষা করেন। পাইলট ভুবনেশ্বরে জরুরি অবতরণের কথা ভাবলেও ডা. শামিম তাকে নিশ্চিত করেন যে, রোগীর অবস্থার উন্নতি হচ্ছে এবং বিমানটি কলকাতায় পৌঁছানো পর্যন্ত নিরাপদ থাকবে।
ডা. শামিম সম্প্রতি বেঙ্গালুরুর নিমহান্স থেকে নিউরোলজিতে স্বর্ণপদক পেয়েছেন। এই সাহসী ও মানবিক কাজের জন্য বিমানের সকল যাত্রী ও কর্মীরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জাগো/মেহেদী

