নাটোরে স্কুলছাত্রী অপহরণ মামলায় মোহাম্মদ আরিফ নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০,০০০ টাকা জরিমানা করেছেন আদালত। আজ (৮ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি সিংড়া উপজেলার সোহাগবাড়ী গ্রামের আব্দুর রশিদের ছেলে।
মামলার বিবরণ অনুযায়ী, সোহাগবাড়ী গ্রামের এক নবম শ্রেণির ছাত্রীকে স্কুলে যাতায়াতের সময় প্রায়ই উত্ত্যক্ত করতেন আরিফ। বিষয়টি তার বাবাকে জানালে, আরিফ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। ২০১৬ সালের ২৪ মে, আরিফ ও তার দুই-তিনজন সহযোগী মিলে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।
স্কুল ছাত্রীর মা বাদী হয়ে আরিফ এবং তার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করে, এবং মামলার শুনানি শেষে আদালত এই রায় প্রদান করেন। নাটোর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (এসপিপি) আনিসুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

