আগামীকাল থেকে শুরু পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব

আরো পড়ুন

আগামীকাল থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা। ভক্তপ্রাণদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেবী দুর্গার আগমন হয়েছে। শরতের স্নিগ্ধ পরিবেশে আজ সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। পূজার নির্ঘণ্ট অনুযায়ী আগামীকাল ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হবে, যা দেবীর আমন্ত্রণ এবং অধিবাসের মাধ্যমে পূজা শুরু করবে।

প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষে মন্দির ও মন্ডপগুলোতে নানা প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে যশোরে এবছর পূজার সংখ্যা কিছুটা কমেছে। জেলার ৬৫২টি মন্দির ও মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় কম। এর কারণ হিসেবে জলাবদ্ধতা, রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা এবং আর্থিক সংকটকে উল্লেখ করা হয়েছে।

শাস্ত্র অনুযায়ী, বেলতলায় অকালবোধনের মাধ্যমে দেবীর নিদ্রা ভাঙা হবে। এর পর দেবী দুর্গা দশভুজা রূপে মহিষাসুর বধে আবির্ভূত হবেন। পূজার মূল পর্ব শুরু হবে ষষ্ঠী পূজা দিয়ে এবং শেষ হবে দশমীতে দেবীর বিসর্জনের মাধ্যমে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ