আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান, বৃহস্পতিবারও পূজার ছুটি থাকবে, ফলে সরকারি চাকরিজীবীরা মোট চারদিনের ছুটি পাচ্ছেন। ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১১ ও ১২ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ১৩ অক্টোবর, রোববার পূজার ছুটি থাকবে।
এছাড়া, মাহফুজ আলম উল্লেখ করেন, দেশের ভেতরে দেশি ও বিদেশি ষড়যন্ত্র প্রতিরোধে সরকার কাজ করছে এবং দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

