শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। তবে, ১৫ অক্টোবর থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। হিলি সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান এবং হিলি ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ পরিদর্শক বদিউজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
জাগো/মেহেদী

