ইসরায়েলের বিমান হামলায় কাঁপছে বৈরুতের দক্ষিণাঞ্চল

আরো পড়ুন

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েল শনিবার রাত থেকে রোববার পর্যন্ত ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এ হামলা প্রায় ৩০ মিনিট ধরে চলে, যার ফলে বৈরুতের বিভিন্ন এলাকায় তীব্র বিস্ফোরণের আওয়াজ এবং আলোর ঝলকানি দেখা গেছে। লেবাননের সরকারি সংবাদ সংস্থা এই হামলাকে অন্যতম তীব্র আক্রমণ হিসেবে বর্ণনা করেছে। এএফপির রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, এসময় প্রচুর মানুষ তাদের প্রাণ বাঁচাতে পালিয়ে যায়।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এর আগে ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলেছিল। স্যাটেলাইটের ছবিতে বৈরুতের বিভিন্ন এলাকায় হামলার দৃশ্য ধরা পড়েছে, যেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

লেবানন এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর থেকে ইসরায়েল লেবাননে তীব্র বিমান হামলা শুরু করেছে, যার ফলে ইতিমধ্যে ১,১১০ জনের বেশি মানুষ নিহত এবং লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ