যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমানকে মারধর

আরো পড়ুন

যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমানকে মারধর এবং জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনা ঘটেছে। শনিবার, ২০২৪ সালের ৫ অক্টোবর, বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা অধ্যক্ষের ওপর হামলা চালিয়ে লুটপাট ও তা-ব চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত অধ্যক্ষ হাফিজুর রহমানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রমতে, স্থানীয় হাবিবুর রহমান হবি দীর্ঘদিন ধরে কলেজটি দখল করার চেষ্টা চালাচ্ছেন। এর অংশ হিসেবে, তিনি সন্ত্রাসীদের নিয়ে এসে অধ্যক্ষকে হুমকি দেন এবং মারধর করেন। হামলাকারীরা অধ্যক্ষের ফোন কেড়ে নিয়ে তাকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করে।

ঘটনার সাথে কলেজের কয়েকজন শিক্ষকও জড়িত বলে অভিযোগ উঠেছে, তাদের মধ্যে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, আবুল হাশেম, এবং আব্দুল্লাহ আল বাকীর নাম উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কলেজের বিভিন্ন সুযোগ-সুবিধা অবৈধভাবে গ্রহণ করার অভিযোগও রয়েছে।

অধ্যক্ষ হাফিজুর রহমান বলেন, হামলাকারীরা কলেজের সিসি ক্যামেরার ফুটেজ এবং কম্পিউটার নিয়ে গেছে, যেখানে পুরো হামলার ঘটনা ধরা পড়েছিল। পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং তিনি এই বিষয়ে খোঁজ নিচ্ছেন।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ