যশোরে ইলিশের দাম অনেক চড়া

আরো পড়ুন

ইলিশের মৌসুম শেষের দিকে এলেও ইলিশের দাম এখনও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে রয়ে গেছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুম শুরু হওয়ার আগে মাত্র সাত দিন বাকি, এরপর ২২ দিনের জন্য ইলিশ ধরা, কেনাবেচা, এবং বাজারজাতকরণ নিষিদ্ধ করা হবে। স্থানীয় বিক্রেতা ও ক্রেতাদের মতে, এই সময়ে ভারতে ইলিশ রফতানি বন্ধ করা হলে সাধারণ মানুষ আরও কম দামে ইলিশ কিনতে পারতো।

যশোরের বড় বাজারে ইলিশের দাম বেশ চড়া। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ টাকায়, আর ৯০০ গ্রাম ওজনের ইলিশ ১৫০০ টাকায়। সাগরের নোনা পানির ইলিশ, যার স্বাদ কম, তার দাম ১৬০০ টাকা পর্যন্ত উঠেছে। বাজারে ছোট আকারের ইলিশ বেশি পাওয়া গেলেও বড় আকারের এবং ভালো মানের ইলিশের সরবরাহ কম।

ভারতে ইলিশ রফতানির কারণে যশোরসহ অন্যান্য স্থানে ভালো মানের ইলিশের সংকট তৈরি হয়েছে। স্থানীয় আড়তদাররা জানান, ভারতের বাজারে রফতানির জন্য বেছে বেছে ভালো মানের ইলিশ কেনা হচ্ছে, যা দেশের বাজারে সরবরাহ কমিয়ে দিচ্ছে।

আগামী ১৩ অক্টোবর থেকে ইলিশের প্রজনন মৌসুম শুরু হবে, যা ৩ নভেম্বর পর্যন্ত চলবে। এই সময়ে ইলিশ মাছের আহরণ, পরিবহন, মজুদ, এবং বাজারজাতকরণ নিষিদ্ধ থাকবে, যাতে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা যায়।

আরো পড়ুন

সর্বশেষ