যশোর কালেক্টরেট চার পাশের ৭ গেটের ৬টিই থাকে বন্ধ

আরো পড়ুন

যশোরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা জেলা প্রশাসকের কার্যালয় বা কালেক্টরেট ভবনের চারপাশে ৭টি প্রবেশ গেট নির্মাণ করা হয়েছে, তবে এর মধ্যে ৬টি গেটই সবসময় বন্ধ থাকে। এতে সেবা নিতে আসা নাগরিকদের অসুবিধা পোহাতে হচ্ছে। বর্তমানে শুধু পশ্চিম পাশের মূল গেটটি খোলা থাকে, অন্যদিকে দড়াটানা মোড়ে ১টি, তথ্য অফিসের পাশে ১টি, দক্ষিণ পাশের কালেক্টরেট মার্কেট সংলগ্ন ২টি, নির্বাচন অফিসের পাশে ১টি এবং পার্কের ১টি গেট বন্ধ রয়েছে।

নাগরিকদের অভিযোগ, গেটগুলো বন্ধ থাকার কারণে তাদের অনেক পথ ঘুরে প্রধান ফটক দিয়ে আসতে হয়, যা সময় এবং অর্থের অপচয় ঘটায়। তারা মনে করেন, অন্তত ২-৩টি গেট খোলা থাকলে তাদের যাতায়াত সহজ হতো।

পৌর নাগরিক কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু জানিয়েছেন, এই গেটগুলো পরিকল্পনা ছাড়া নির্মাণ করা হয়েছে, যা অর্থ অপচয়। তিনি মনে করেন, অন্তত তিনটি গেট খোলা রাখা হলে জনগণের ভোগান্তি কমবে।

অপরদিকে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন জানিয়েছেন, নিরাপত্তার কারণেই সবগুলো গেট খোলা রাখা সম্ভব নয়। তবে প্রয়োজনে আরও একটি গেট খোলার বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ