যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। মামলার জটিলতা কেটে যাওয়ায় এই নির্বাচন আয়োজনের আর কোনো বাধা নেই। নির্বাচনের জন্য ইতিমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে এবং সদস্যদের কাছ থেকে চাঁদা আদায় প্রক্রিয়া চলছে। যশোর চেম্বার অব কমার্সের মোট সদস্য সংখ্যা ১০ হাজার ৮০০ জন হলেও ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ১ হাজার ৬৭৭ জন সদস্য তাদের চাঁদা পরিশোধ করেছেন। ৮ হাজারেরও বেশি সদস্য এখনও চাঁদা না দেয়ায় তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন।
এবারের নির্বাচনে তিনটি শ্রেণি থেকে ২১ জন নির্বাহী সদস্য নির্বাচিত হবেন, যাদের মধ্য থেকে সভাপতি ও সম্পাদক মনোনীত করা হবে। সভাপতি ও সম্পাদক পদের নির্বাচন ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ২০১৪ সালের পর দীর্ঘ ১০ বছর ধরে নানা জটিলতার কারণে চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
জাগো/মেহেদী

