ডেঙ্গু জ্বরে আরও ৮ জনের মৃত্যু

আরো পড়ুন

দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও ৮ জনের মৃত্যু হয়েছে, যার ফলে চলতি বছরে এ রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮ জনে। একই সময়ে নতুন করে ১,২২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) থেকে জানা গেছে।

মৃতদের মধ্যে ৫ জন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং ১ জন উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এছাড়া বরিশাল ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ২২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে প্রায় ৮৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ২৯,৭৮৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য, ২০২৩ সালে ডেঙ্গুতে ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল, যা ছিল এ রোগে সর্বাধিক মৃত্যুর রেকর্ড।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ