দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে পাশে থাকবে বিএনপি : অমিত

আরো পড়ুন

যশোরে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বিএনপি সর্বাত্মক সহায়তা প্রদান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন, নিজ নিজ এলাকার মন্দিরগুলোতে পাহারা দেয়ার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো প্রকার সহায়তা করতে। রোববার যশোর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। এতে আরও বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, আবুল হোসেন আজাদ, সাবিরা নাজমুল মুন্নি এবং বিভিন্ন উপজেলার নেতৃবৃন্ধ

আরো পড়ুন

সর্বশেষ