সড়ক দুর্ঘটনায় নারী পুলিশের মৃত্যু

আরো পড়ুন

খুলনার ডুমুরিয়া উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী পুলিশ কনস্টেবল ফারজানা ইয়াসমিন (২৭) প্রাণ হারিয়েছেন। রবিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে খুলনা-সাতক্ষীরা সড়কের গুটুদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফারজানা তার ছোট ভাই নাঈম হোসেনের মোটরসাইকেলে করে ডুমুরিয়া থানায় যাচ্ছিলেন, সাথে ছিলো তার ৫ বছর বয়সী ছেলে আরিয়ান।

দুর্ঘটনাটি ঘটে যখন নাঈমের মোটরসাইকেলটি একটি মালবাহী ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছিল এবং হঠাৎ করে মোটরসাইকেলটির চাকা রাস্তার গর্তে পড়ে ধাক্কা খায়। এতে পেছনে বসা ফারজানা ছিটকে ট্রাকের চাকার নীচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। তবে তার সন্তান অলৌকিকভাবে বেঁচে যায়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ