দিনমজুরের মরদেহ উদ্ধার

আরো পড়ুন

কুমিল্লার দেবিদ্বারে হত্যার পর ঘরের মেঝেতে পুঁতে রাখা এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পিরোজপুর গ্রামের একটি টিনের ঘর থেকে নুরুল ইসলাম (৪০) নামে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিওন্দা গ্রামের মরগিছ ইসলামের ছেলে।

এ ঘটনায় নোয়াজ আলী (৬০) নামে একজনকে আটক করেছে পুলিশ। নোয়াজ আলী একই উপজেলার বড়কান্দি এলাকার আব্দুল আলীর ছেলে। জানা যায়, নুরুল ইসলাম এবং নোয়াজ আলীর মধ্যে টাকা লেনদেন নিয়ে বিবাদ ছিল। নোয়াজের ধারণা ছিল, নুরুল তার ছেলেকে হত্যা করেছে। প্রতিশোধ নেওয়ার জন্য নুরুল ইসলামকে ২১ সেপ্টেম্বর কৌশলে দেবিদ্বারে নিয়ে এসে নিজের ভাড়া ঘরে থাকতে দেন এবং রাতে তাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখেন।

শুক্রবার সকালে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করলে স্থানীয়রা নোয়াজ আলীর ঘরের বেড়ার নিচে একটি গর্ত থেকে মানুষের হাত বেরিয়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন। পুলিশ এসে তালা ভেঙে ঘরের মেঝে খুঁড়ে নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে।

দেবিদ্বার থানার ওসি (তদন্ত) শাহিনুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নোয়াজ আলী হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দিয়েছেন এবং তাকে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ