রাজধানীর শুক্রাবাদ এলাকায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন এক দম্পতি ও তাদের শিশু সন্তান। শনিবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে রয়েছেন টোটন (৩৫), তার স্ত্রী নিপা (৩০) এবং তাদের তিন বছরের ছেলে বায়জিদ। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, টোটনের শরীরের ৫০ শতাংশ, তার স্ত্রী নিপার ৩২ শতাংশ এবং তাদের সন্তান বায়জিদের ৪৫ শতাংশ পুড়ে গেছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরের প্রস্তুতি চলছে।
টোটন জানান, ভোররাতে শিশুর জন্য পানি গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোর মুহূর্তে বিস্ফোরণ ঘটে এবং তারা তিনজন দগ্ধ হন। এরপর প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ঘটনাটি নিয়ে আরও বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

