বাংলাদেশের ক্রিকেট দলের সুপার ফ্যান ‘টাইগার রবি’কে হেনস্তা করার অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে কানপুর পুলিশ। রবি নিজেও এক ভিডিও বার্তায় জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি পড়ে গিয়েছিলেন। কানপুরের কল্যাণপুর এলাকার সহকারী পুলিশ কমিশনার (এসিপি) অভিষেক পাণ্ডে জানান, ‘পানিশূন্যতার কারণে রবি পড়ে যান। পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সুস্থ আছেন।’ তিনি আরও বলেন, ‘মারামারির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁকে কোনো সমর্থক আঘাত করেনি।’
রবি এক ভিডিও বার্তায় হিন্দিতে বলেন, ‘শরীর খারাপ হওয়ার পর পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে যায়। এখন আমি সুস্থ আছি।’ তবে কানপুর টেস্টের প্রথম দিন মধ্যাহ্নবিরতির সময় স্থানীয় কিছু সমর্থকের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির অভিযোগ করেছিলেন তিনি।
এর আগে চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টেও রবি ভারতীয় সমর্থকদের দ্বারা হেনস্তার শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন। যদিও সেদিনও ভারতীয় পুলিশ এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল।

