দেশব্যাপী কোটা বিরোধী আন্দোলন ষিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ ছাত্রসমাজ আদালত থেকে ন্যায় বিচার পাবে।’
বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কোটা সংস্কারে ছাত্রদের আন্দোলনের শুরু থেকেই যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে সরকার। কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনা ঘটেছে, যা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক।’
শেখ হাসিনা বলেন, ‘একটি আন্দোলন ঘিরে অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারানোর বেদনা যে কত কষ্ট, তা আমার চেয়ে আর কেউ বেশি জানে না।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে সারাদেশে যেসব প্রাণহানি সুষ্ঠু তদন্ত হবে এবং এর পিছনে যাজের হাত আছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

