নিরাপদ ক্যাম্পাস ও এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
রাজধানীতে উত্তেজনা: সকাল থেকেই ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। যাত্রাবাড়ী, রামপুরা, বাড্ডা, প্রগতি সরণি, উত্তরা, মিরপুরসহ বেশ কিছু এলাকায় পুলিশের বাধা প্রতিহত করে সড়ক অবরোধ করতে থাকে তারা। পুলিশ তাদের সরিয়ে ফেলার চেষ্টা করলে উত্তেজনা বেড়ে যায় এবং সংঘর্ষে লিপ্ত হয় উভয় পক্ষ। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।
দেশব্যাপী ছড়িয়ে পড়েছে আন্দোলন: ঢাকার বাইরেও চট্টগ্রাম, বগুড়া, খুলনা, রাজশাহী, যশোরসহ বিভিন্ন জেলায় আন্দোলন ছড়িয়ে পড়েছে। এসব স্থানেও শিক্ষার্থীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। বগুড়ায় পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী। খুলনায় বিক্ষোভকারীদের ছত্রিয়ে দিতে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।
চলমান পরিস্থিতি: এখনও পর্যন্ত সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উত্তেজনা এখনও চলমান রয়েছে। আন্দোলনকারীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছে।

