গতকাল শনিবার (১৩ জুলাই) রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নোয়ালী গ্রামে এক নৃশংস ঘটনা ঘটেছে। রাত পৌনে ৩টার দিকে দুর্বৃত্তরা ফেরদৌসী খাতুন (৪০) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় তার ১২ বছর বয়সী মেয়ে জান্নাতি খাতুনও ছুরিকাঘাতে আহত হন।
নিহত ফেরদৌসী খাতুন স্পেন প্রবাসী আলতাফ হোসেনের স্ত্রী ছিলেন। স্থানীয়দের ধারণা, চোরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢুকেছিল। ফেরদৌসী খাতুন চোরদের টের পেয়ে গেলে তারা তাকে ব্লেড দিয়ে এলোমেলো করে হত্যা করে। এছাড়াও তার মেয়ে জান্নাতিকেও ছুরিকাঘাত করে।
আহত জান্নাতি তার মায়ের মৃত্যুর খবর তার চাচা মিজানুর রহমান মিন্টু ও চাচী নিলুফা খাতুনকে জানায়। তারা ঘরে ঢুকে ফেরদৌসী খাতুনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
এই ঘটনায় এলাকায় তীব্র বিক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

