যশোরে ভুয়া ডিবি পুলিশ আটক, বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলি উদ্ধার

আরো পড়ুন

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দেশীয় তৈরি বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলিসহ একজন ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে।

আটককৃত ‌দুর্জয় বাবু ঘোষ, যশোর কোতোয়ালি থানার হাজী মোহাম্মদ মহসিন রোড বড়বাজার এলাকার মৃত চিত্তরঞ্জন ঘোষের ছেলে।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান, দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি (ওয়ার্লেস), হ্যান্ডকাফ ব্যবহার করে মানুষকে হয়রানি করে। এছাড়াও পুলিশি প্রভাব খাটিয়ে বিভিন্ন রকমের অনৈতিক সুবিধা ভোগ করে আসছিল।

এই তথ্যের ভিত্তিতে, ১২ জুলাই সন্ধ্যায় যশোর শহরের বেজপাড়া শ্রীধর পুকুরপাড় এলাকার তরুণ কুমার দে’র ভাড়াটিয়া দুর্জয় বাবু ঘোষকে গোয়েন্দা পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদে দুর্জয় বাবু ঘোষ স্বীকার করেন তিনি দীর্ঘদিন ধরে এই অপরাধ করে আসছেন।

এসময় একটি কালো রংয়ের ওয়াকিটকি সেট (ওয়ার্লেস), দুটি চাইনিজ কুড়াল, দুটি ফালার মাথা, একটি হাসুয়া, একটি ছুরি, একটি রিফ্লেটিং ভেস্ট, চার জোড়া হ্যান্ডকাফ, ৫ টি রাবার বুলেট, একটি শটগানের (লেডবল) কার্তুজ, ১২ টি শটগানের বিস্ফোরিত কার্তুজ উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।

আসামীর বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।

জাগো/আর‌এইচ‌এম 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ