কোটাবিরোধী আন্দোলন; ঢাবিতে ১২টায় বিক্ষোভ, ৩টায় ছাত্রলীগের মুক্তিযুদ্ধের চেতনার অপমানের প্রতিবাদ 

আরো পড়ুন

সরকারি চাকরিতে কোটা সংস্কার ও মুক্তিযুদ্ধের চেতনার অপমানের প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

ঢাকা, ১৫ জুলাই, ২০২৪: সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ সোমবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভের ডাক দিয়েছেন। অন্যদিকে, মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করার প্রতিবাদে আজ বিকেল তিনটায় একই স্থানে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে ছাত্রলীগ।

রবিবার মধ্যরাতে প্রায় দুই ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কোটাবিরোধী আন্দোলন নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তারা এই বিক্ষোভের আয়োজন করে। রবিবার রাত ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে শুরু হয় বিক্ষোভ। পরে মধ্যরাতে শিক্ষার্থীরা জড়ো হন টিএসসির রাজু ভাস্কর্যে। রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’সহ নানা স্লোগান দেন।

অন্যদিকে, মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করা হয়েছে দাবি করে আজ বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে ছাত্রলীগ।

উভয় কর্মসূচিই একই স্থানে অনুষ্ঠিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

 

জাগো/আর‌এইচ‌এম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ