যশোর: বীর মুক্তিযোদ্ধা মাস্টার নূরুল ইসলামের যশোর সদরের হামিদপুর মৌজায় অবস্থিত ৩৫ বিঘা জমি জবরদস্তি করে দখল করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যশোরের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডাররা
এক যুক্ত বিবৃতিতে তারা উল্লেখ করেছেন, বর্তমানে কিডনী ডায়ালিসিসের রোগী মাস্টার নূরুল ইসলাম যখন জীবন-মৃত্যুর লড়াইয়ে রত, তখনই স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে আসাদুজ্জামান নামে এক ব্যক্তি তার জমি জবরদখল করে নিয়েছে।
এই ঘটনায় নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ যশোর জেলা ও পুলিশ প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তারা দাবি করেছেন, অসুস্থ বীর মুক্তিযোদ্ধার জমি অবৈধভাবে দখলমুক্ত করে তা বৈধ মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হোক।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি, উপ-প্রধান রবিউল আলম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ.এইচ.এস. মুযহারুল ইসলাম মন্টু, ডেপুটি কমান্ডার আবুল হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চাকলাদার, আফজাল হোসেন দুদুল প্রমুখ।

