সোমবার দুপুরে যশোরের শার্শা উপজেলার হরিশ্চন্দ্রপুর সীমান্তের ৫৪ নম্বর সীমান্ত পিলার এলাকায় রাবার বুলেটের আঘাতে আহত হন শামীম হোসেন (৩০) নামে এক যুবক।
স্থানীয়রা বলছে, শামীম একজন চিহ্নিত চোরাকারবারী ও মাদক ব্যবসায়ী ছিলেন।
হরিশ্চন্দ্রপুর ইউনিয়নের ইউপি সদস্য বাবুল হোসেন জানান, শামীম সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন যখন বিএসএফ রাবার বুলেট ছোঁড়ে। আহত অবস্থায় শামীমের সহযোগীরা তাকে উদ্ধার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং চিকিৎসা দেয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে, আহত ব্যক্তি কোথায় চিকিৎসা নিচ্ছেন তা জানা যায়নি কারণ তিনি পালিয়ে গেছেন।
সর্বশেষ খবর অনুযায়ী, শামীম যশোর শহরের শংকরপুর জিডিএল নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি পালিয়ে যান।

