চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারে অসুস্থ গাভী গরুর মাংস বিক্রির অপরাধে তিনজন কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রায় ২ মণ অস্বাস্থ্যকর মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এক অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে ডিঙ্গেদহ বাজারে অভিযান চালানো হয়। অভিযানের সময় ডালিম মিয়া নামে এক কসাই পালিয়ে যায়। তার দুই সহকারী খোকন মিয়া ও সুজন মিয়াকে মাংস বিক্রি করার সময় আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা একটি অসুস্থ গাভী গরু জবাই করে বাজারে বিক্রির জন্য এনেছে।
পরবর্তীতে স্থানীয় বাজার কমিটির মাধ্যমে ডালিম মিয়াকে হাজির করা হয়।
তদন্তে প্রমাণিত হয় যে, তারা অসুস্থ গরুর মাংস বিক্রি করে ভোক্তাদের সাথে প্রতারণা করেছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রায় ২ মণ অস্বাস্থ্যকর মাংস জব্দ করে জনসম্মুখে কেরোসিন তেল দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়।

