নেপালকে ২১ রানে পরাজিত করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপ থেকে সুপার এইটে উঠে গেল বাংলাদেশ ক্রিকেট দল। লো-স্কোরিং ম্যাচে বাংলাদেশের জয়ে দুর্দান্ত বোলিং করেন পেস বোলার তানজিদ হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু শুরু থেকেই নেপালের বোলারদের কাছে টিকে থাকতে পারেনি টাইগার ব্যাটসম্যানরা। প্রথম ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ২৭ রান করে বাংলাদেশ। এরপর সামলে নেওয়ার চেষ্টা করলেও নিয়মিত উইকেট হারায় বাংলাদেশ। ১৯.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয় তারা।
ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে নেপালও ব্যাটিংয়ে ভেঙে পড়ে। তানজিদ হাসান সাকিব ৪ উইকেট, মোস্তাফিজুর রহমান ৩ উইকেট এবং সাকিব আল হাসান ২ উইকেট নিয়ে নেপালকে মাত্র ৮৫ রানে অলআউট করে।
২১ রানের জয় পছয়ে সুপার এইটে উঠে বাংলাদেশ।
এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের কোয়াটার ফাইনালে উঠে গেল বাংলাদেশ।
জাগো/ আরএইচএম

