আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেশের চার অঞ্চলের জন্য ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
পূর্বাভাস:
রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সতর্কতা: এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
সম্ভাব্য প্রভাব:
আগামী পাঁচ দিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
যেসব এলাকায় তাপপ্রবাহ চলছে তাও প্রশমিত হতে পারে।
আবহাওয়া অফিস থেকে জানা গেছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে।
তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে পারে দেশের বিভিন্ন এলাকা।

